Breaking News

নবান্ন অভিযানে আহত মীনাদেবী পুরোহিতকে দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির নবান্ন অভিযানে আহত মীনাদেবী পুরোহিতকে দেখতে হাসপাতালে গেলেন ফিরহাদ হাকিম।তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মেয়র। ফিরহাদের মাধ্যমে জখম কাউন্সিলরের জন্য শুভেচ্ছেবার্তা পাঠান মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে অংশগ্রহণ করে বড়বাজার থেকে মিছিল নিয়ে রওনা দেন কলকাতা পুরসভার প্রবীণ কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। পথে ইটের আঘাতে আহত হন তিনি। তাঁর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান উপস্থিত বিজেপি কর্মীরা।মাথায় পাঁচটি সেলাই পড়েছে বলে খবর। এদিন দুপুরে হাসপাতালে পৌঁছে যান কলকাতার মেয়র।মীনাদেবীর সঙ্গে দেখা করে তাঁর কুশল সংবাদ নেন ফিরহাদ। চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেন তিনি। পরে হাসপাতাল থেকে বেরিয়ে ফিরহাদ জানান,”ওঁর সঙ্গে পুরসভায় রয়েছি দীর্ঘদিন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সৌজন্য আলাদা বিষয়। মুখ্যমন্ত্রীও ওঁর জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।” মেয়র আরও বলেন, ” কীভাবে আঘাত লেগেছে, কী ঘটেছে, সে বিষয় এখন কথা বলার সময় নয়। ওঁর সুস্থতা কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই চাই।”নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মীনাদেবীর মাথার পিছনের দিকে বাঁ পাশে আঘাত লেগেছে। তবে মস্তিষ্কের ভিতরে কোনও আঘাত লেগেছে কি না তা সিটি স্ক্যান করলেই জানা যাবে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মীনাদেবীর সঙ্গে রয়েছে তাঁর পরিবার ও বিজেপি কর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *