নিজস্ব সংবাদদাতা :- গতকালই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। আর তার একদিন কাটতে না কাটতেই বারুইপুরের সভায় শুভেন্দু-রাজীবের উপস্থিতিতে আজই বিজেপিতে যোগ দেবেন তিনি। বেশ কয়েকদিন ধরেই দলের সাথে বনিবনা হচ্ছিল না দীপক হালদারের। ভোত বাজারে যখন বাংলায় বিজেপির খুঁটি শক্ত হচ্ছে, তখন এক এক করে ভাঙছে বাংলার শাসক দলও। এর আগে এক এক করে দল ছেড়ে বিদায় নিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশাখী ডালমিয়া। গত শনিবারই সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন। তার এক দিন যেতেই আবারো নিজের দলে বেসুরো হয়ে যান দীপক হালদারও। এদিন দল থেকে ইস্তফা জানিয়ে তিনি বলেন, “কোনও প্রশাসনিক বৈঠকেও আমন্ত্রণ পাইনি৷ গত সাড়ে ৪ বছর অসম্মান করা হয়েছে, কোনও রাজনৈতিক কর্মসূচিতে ডাকা হয়নি৷ তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস করবেন না।”
Hindustan TV Bangla Bengali News Portal