শান্তনু পান,পূর্ব মেদিনীপুর :- নন্দীগ্রামে বড় জয় বিজেপির। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে ১১টি আসন দখল করেছে বিজেপি। মাত্র ১টি আসন গিয়েছে রাজ্য শাসক দলের ঝুলিতে। এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর উপনির্বাচনেও খাতা খুলতে পারেনি বিজেপি। দীর্ঘদিন পর ঘুরে দাঁড়িয়েছে দল। বারবার শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন পশ্চিমবাংলায় সরকার গড়বেন। রবিবার নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া সমবায় সমিতি দখল নিল বিজেপি। বারোটি আসনের মধ্যে ১১ বিজেপি এবং ১ তৃণমূল।
অবশেষে শুভেন্দু অধিকারীর বিধানসভায় সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। খুশিতে গেরুয়া আবির খেলে মাতল বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা। এদিন ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। তৃণমূলের অভিযোগ ছিল,বহিরাগতদের নিয়ে এসে নির্বাচন করাচ্ছে বিজেপি |অন্যদিকে, একই অভিযোগ তুলেছিল বিজেপিও । তাঁদের অভিযোগ ছিল সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সকাল থেকেই তোলপাড় চলছিল এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। ফলাফল ঘোষণা হতেই সেখানে উচ্ছ্বাসের আবহ গেরুয়া শিবিরে। গেরুয়া আবির ওড়ানো হয়। ওঠে ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’-এর ধ্বনিও।রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতেই বিজেপির জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Hindustan TV Bangla Bengali News Portal