প্রসেনজিৎ ধর :- পুজোর আগে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু । রাজ্যের অন্য জেলার পাশাপাশি শিলিগুড়িতে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফের সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে | জানা গিয়েছে,বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। এরপরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে, ডেঙ্গুতে আক্রান্ত ওই শিশু। তারপরেই তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রসাশনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।মৃতের বাড়ি পরেশনগরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। জ্বরের তাপমাত্রা প্রায়ই ওঠানামা করত। স্থানীয় এক চিকিৎসককে দেখানো হলে তিনি ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন। রিপোর্ট পজেটিভ আসতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। প্রথমে শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। ভোর চারটে নাগাদ মৃত্যু হয় ওই শিশুর।
জেলা হাসপাতালে সুপার ডা: চন্দন ঘোষ বলেন, “শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমাদের তরফে চিকিৎসার কোনও খামতি রাখা হয়নি। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। ওই শিশু রাতের দিকে কথা বলেছে এবং নিজে ওষুধও খেয়েছে। কিন্তু, ভোররাতে হঠাৎ তার মৃত্যু হয়। এদিন তার দেহ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। দুপুরে তার শেষকৃত্য করা হয়েছে। এর আগে শিলিগুড়ি পুরনিগমের ২৫ ও ৫ নম্বর ওয়ার্ডে দুই বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে।’প্রশাসনের পক্ষ থেকে জমা জল ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। করা হচ্ছে সচেতনতা প্রচার। এলাকাবাসীদেরকে জল ও আবর্জনা জমিয়ে না রাখার জন্য বলা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বর হলে অবহেলা না করে ডাক্তার দেখাতে।