নিজস্ব সংবাদদাতা :- সাহাদিয়াড় হাই মাদ্রার পিছনে বাঁশ বাগন থেকে উদ্ধার হল সন্দেহ জনক দুই জার বোমা। এই ঘটনার জেরে এদিন মুর্শিদাবাদের ডোমকলের সাহাদিয়াড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ সাহাদিয়াড় হাই মাদ্রাসার পিঁছনে বাশ বাগান থেকে এই দুটি জার উদ্ধার করে।
জার দুটিকে ঘিরে রেখে বোমা থাকার সন্দেহে বোম ডিসপোজাল টিমকে খবর দেই পুলিশ। এখন পর্যন্ত যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনায় ঠিক কারা জরিত? কে এই কাজ করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। তবে ভোট আসতেই গোটা বাংলায় যেভাবে অশান্তি শুরু হয়েছে তা থেকে একটা কথা সাফ বোঝা গিয়েছে এই ঘটনার পেছনেও কোন রাজনৈতিক চক্রান্ত রয়েছে।