নিজেস্ব সংবাদদাতা :- বেশ কয়েক মাস থেকে ক্রমেই দুর্বল হচ্ছে বাংলার পরিস্থিতি, এমনকি গত কয়েক মাসে ডুয়ার্সের একাধিক নেতা দল বদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন। তবে ভোট আসতেই এবার নিজের হাতেই রাশ টানতে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি উত্তরবঙ্গ- এ পা রেখেছেন, এমনকি আদিবাসী ভোট ব্যাঙ্ক ধরে রাখতে ফালাকাটা এবং আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হাজির থাকবেন মমতা। গতকালই তিনি জানান, “ লোকসভা ভোটে গো-হারা হেরেছি। আশা করি বিধানসভা ভোটে আমাকে আপনারা পুষিয়ে দেবেন।” গোটা উত্তরবঙ্গ সফরেই থাকছে প্রশাসনিক ও রাজনৈতিক দু ধরনের কর্মসূচি। সূত্রের খবর এই সফর থেকে এদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, টানা চার দিনের এই সফরে হারানো জমি পুনরুদ্ধারের উদ্দেশ্যেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফরে উত্তরবঙ্গের মানুষদের সমস্যার হাল বেরোতে পারে।