Breaking News

নির্বাচনী স্ট্রাটেজি নিয়ে আলোচনায় জরুরি বৈঠক,দিল্লিতে ডাক দিলীপ, মুকুলদের, শুভেন্দুদের!

প্রসেনজিৎ ধর :-বারুইপুরের সভা সেরেই আজই দিল্লি উড়ে যাবেন মুকুল রায় শুভেন্দু অধিকারীরা। শাহের জরুরি তলব, আজই সন্ধ্যায় দিল্লিতে জরুরি বৈঠক। বিজেপি সূত্রের খবর এই বৈঠকে ভোট স্ট্রাটেজি এবং নির্বাচনী কমিটি তৈরি, সাংগঠনিক সংযোজন নিয়ে আলোচনা হবে। দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়দের সঙ্গে বৈঠকে বসবেন জে.পি.নাড্ডা এবং অমিত শাহ। এমনকি এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মত রাজনৈতিক মহলের। অন্যদিকে বাংলায় ক্ষমতায় আসার জন্য বিজেপি কোন কসুরই ছাড়ছে না। এমনকি একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে একাধিক প্রথম সারির নেতা। সেই তালিকায় জুড়ে গিয়েছে বেশ কয়েক জন টলি তারকার নামও। প্রসঙ্গত, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে আজই বিজেপিতে যোগ দেবে ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। আজ বারুইপুরের সভায় শুভেন্দু-রাজীবের উপস্থিতিতে আজই বিজেপিতে যোগ দেবেন তিনি। এর আগে এক এক করে দল ছেড়ে বিদায় নিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশাখী ডালমিয়া। গত শনিবারই সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *