Breaking News

মিঠুন চক্রবর্তীর পুজো উদ্বোধন ঘিরে জটিলতা!মিলল না সার্কিট হাউসে থাকার অনুমতি

প্রসেনজিৎ ধর :- মিঠুনের পুজো সফরের শুরুতেই বিতর্ক | দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুজো উদ্বোধন করতে যাওয়ার পরিকল্পনা রয়েছে মিঠুন চক্রবর্তীর| তবে সেই পুজোরই অনুমতি দিল না পুলিশ। এমনকী সার্কিট হাউসে থাকারও অনুমতি পেলেন না মিঠুন। বাধ্য হয়ে মালদহের একটি হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে তাঁর। অনুমতি না পাওয়ার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।শুক্রবার রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে প্রাক পুজো সম্মেলনীতে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি নেতার। এরপর শিয়ালদহ থেকে মালদহের উদ্দেশে রওনা দেন মিঠুন। আগামিকাল অর্থাৎ রবিবার ভোরে মালদহ স্টেশনে পৌঁছনোর কথা বিজেপি নেতার। সার্কিট হাউসে কিছুক্ষণ সময় কাটানোর পর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রাক পুজো সম্মিলনীতে যোগ দেওয়ার কথা ছিল মিঠুনের। বালুরঘাট নিউটাউন ক্লাবের পুজো উদ্বোধন করবেন বলেও পরিকল্পনা ছিল | কিন্তু প্রশাসনের তরফে সার্কিট হাউসে তাঁর থাকার অনুমতি দেওয়া হয়নি। এমনকি জেলার কোনও হোটেলও মিঠুন চক্রবর্তীর জন্য ঘর দিতে চায়নি বলে জানিয়েছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিজেপি নেতৃত্ব মালদার গোল্ডেন পার্ক হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে|বালুরঘাটের পাওয়ার হাউস এলাকার নিউটাউন পল্লী পাঠাগারে দুর্গাপুজার উদ্বোধন করতে আসার কথা মিঠুন চক্রবর্তীর। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কিন্তু হতাশ পূজা উদ্যোক্তারা। প্রশাসনিক ভাবে প্রাথমিক পর্যায়ে আশ্বাস পাওয়া গেলেও শেষ মুহূর্তে এসে সার্কিট হাউস সহ জেলার কোনও হোটেল মিঠুন চক্রবর্তীর থাকার জন্য ঘর বুকিং না দেওয়ায় হতাশ পুজো উদ্যোক্তারা। কিন্তু যেকোনও মূল্যে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বালুরঘাটের এই পূজার উদ্বোধন করানো হবে, এমনটাই জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন মিঠুন চক্রবর্তীর থাকার ব্যবস্থা করা হচ্ছে এবং তিনিই এই পূজোর উদ্বোধনে আসবেন।শনিবার প্রাক পুজো সম্মিলনির পরেই মিঠুন চক্রবর্তীর কথা ছিল বালুরঘাট যাওয়ার। বিজেপি-র রাজ্যও সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান। এত ন্যাশনাল অ্যাওয়ার্ড খুব কম অভিনেতা পান। তিনি একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ। এরপরেও তাঁর সঙ্গে এই আচরণ এবং শুধু রাজনৈতিক কারণে তাঁর সঙ্গে এই রকম আচরণ করা হচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *