Breaking News

রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ,আদালতের নির্দেশে চাকরি কাড়তেও রাজি, বললেন ব্রাত্য বসু!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক। তাই নতুন করে পদ তৈরি করতে প্রস্তুত রাজ্য। তবে আদালতের নির্দেশ পেলেই সকলকে নিয়োগ করা হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এই নিয়োগের জন্য মোট ১৪,৯১৬ পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৫,২০০ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাকি ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। এই ঘোষণার পাশাপাশি চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের প্রতি আন্দোলন প্রত্যাহারেরও আর্জি জানিয়েছেন ব্রাত্য।
মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন, আদালতের নির্দেশ মতো যাবতীয় কাজ করতে প্রস্তুত আছে। আদালতের মতোই রাজ্য সরকারও চায় যে দ্রুত নিয়োগ সংক্রান্ত যাবতীয় জটিলতা কেটে যাক এবং যোগ্য প্রার্থীদের হাতে চাকরি তুলে নেওয়া হোক। শুধু তাই নয়, আদালত নির্দেশ দিলে ‘ব্যতিক্রমীভাবে’ যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি কেড়ে নিতে রাজি রাজ্য সরকার। যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হবে। ব্রাত্য জানান, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন, আদালতের নির্দেশ পেলে তাঁদের বরখাস্ত করতে রাজ্য সরকার রাজি হলেও কারও চাকরি চলে যাক, সেটা চান না মুখ্যমন্ত্রী। যোগ্য প্রার্থীরাও বঞ্চনার শিকার হোক, সেটাও চান না। সেজন্য নয়া পদ তৈরি করে দ্রুত নিয়োগের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, গ্রুপ সির অতিরিক্ত পদ ১,৯৫০। গ্রুপ ডির অতিরিক্ত পদ ৬,৩০০। এর মধ্যে ১,৯৮০ পদ তৈরি হয়ে গিয়েছে। তৈরি করতে হবে ৪,৩৩৭টি পদ। নবম, দশম শ্রেণিতে ১,০৭৭ এবং একাদশ দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২,৩০০ শিক্ষকের শূন্যপদ রয়েছে। মোট ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। আগে ৫,২০০ পদ তৈরি করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *