Breaking News

‘তৃণমূলের সবাই চোর না, ভালরা যোগাযোগে রয়েছেন’,বিস্ফোরক দাবি মিঠুনের!

দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যের শাসক দলের সবাই ‘চোর’ নন। কিছু নেতা ভাল আছেন। আর সেই অংশের সঙ্গে যোগাযোগ রাখছে পদ্ম শিবির। মঙ্গলবার এমন দাবিই করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিদ্যাভবনে প্রাক্-পুজো সম্মেলনে দলীয় কর্মীদের বৈঠকে যোগ দিতে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।রাজ্যে যে কোনও সময় পতন হতে পারে তৃণমূল সরকারের। অন্তত ৩৮ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। মঙ্গলবার চুঁচুড়ায় প্রাক পূজা সম্মিলনীতে যোগদান করে এমনই দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন সাংবাদিকদের মিঠুনবাবু বলেন, ‘তৈরি থাকুন। যে কোনও সময় কিছু একটা ঘটে যেতে পারে।’এদিন তিনি বলেন, ‘দল বলেছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আমরা পচা আলু দলে নেব না। দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলেই নাম বলে দেব। শুধু ২১ জন নয়, ৩৮ জন তৃণমূল বিধায়ক বুড়ি ছুঁয়ে আছে। কখন সিটি বাজবে কী হবে কেউ জানে না। এছাড়া আরও অনেকে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাই যে কোনও সময় কিছু ঘটে যেতে পারে’। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব পচা আলু দলে নিতে চা চাইলেও আমি তাদের বোঝাচ্ছি। অনেকে আছেন যাদের তৃণমূলে দম বন্ধ হয়ে আসছে। তাদের নেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে’।এর আগেও তাঁর সঙ্গে বহু তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন বলে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন মিঠুন। তাঁর দাবি, শাসকদলের প্রতিহিংসা পরায়ণ স্বভাবের জন্য প্রকাশ্যে আসতে চাইছেন না তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *