প্রসেনজিৎ ধর, কলকাতা :- শোভন চট্টোপাধ্যায়ের হয়ে এবার নাম না করেই সমাজ মাধ্যমে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায় |এদিন বৈশাখী লিখেছেন, ‘‘ভণ্ডামি আর ভাঁওতাবাজির থেকে ভাঁড়ামি ভাল।’’সম্প্রতি নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী । পরবর্তীতে বিজেপি নেতার মন্তব্যের কড়া সমালোচনা করে একটি ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন, “যেদিন নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি ছিলাম। ফলে শুভেন্দু আর শিশিরের বাসভবনে মমতার থাকার যে দাবি তোলা হচ্ছে, তা মিথ্যে।”একই সঙ্গে তিনি বলেন, “একদল ছেড়ে অন্য দলে গিয়ে বর্তমানে বিরোধী দলনেতা সত্য ঘটনাকে বিকৃত করেছেন। নীতি-নৈতিকতা বলে কিছু নেই। নন্দীগ্রামে যেদিন ঘটনা ঘটেছিল, তখন আমি ছিলাম। তাই মিথ্যা কখনো সহ্য করব না। সিঙ্গুরে তাপসী মালিক থেকে নন্দীগ্রামে ভরত মণ্ডল খুন, সবকিছু নিজের চোখে প্রত্যক্ষ করেছি। তাই যদি সেই ঘটনাকে কেউ বিকৃত করে, তার প্রতিবাদ করব।”সেই প্রসঙ্গে এদিন শোভনকে পাল্টা ‘ভাঁড়’ বলে বসলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওই ভাঁড়েদের কথায় উত্তর দেব না। ২০০৮ সালের ১৩ ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তিকুঞ্জ বাড়ির চার তলায় রাত কাটান। পরবর্তীতে সেখান থেকে অধিকারী পল্লীতে (যেখানে গুলি চালানো হয়) গিয়ে মাটি সংগ্রহ করে আবার কলকাতার মিছিলে যোগ দেন। এসব কিছু তিনি করেছিলেন ভোটের আগে বাজার গরম করার জন্য।”এবার বিরোধী দলনেতার বক্তব্যের উত্তর দিয়ে তারই জবাব দিলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায় |
Hindustan TV Bangla Bengali News Portal