প্রসেনজিৎ ধর :- কলকাতা মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টার ঘটনা বারবার উঠে এসেছে। যার জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল। ফের একই ঘটনা দেখল কলকাতা। পার্ক স্ট্রিট মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় |পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দেওয়ার পর দুটি লাইনের মাঝে পড়ে যান তিনি। তাতেই প্রাণরক্ষা হয় তাঁর। এই ঘটনার জেরে দুপুর ১২ টা ৬ থেকে ১২.৫০ পর্যন্ত আংশিকভাবে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তারপর ওই ব্যক্তিেকে উদ্ধার করে ফের মেট্রো চলাচল শুরু হয়। ততক্ষণ আপ ও ডাউন লাইনে কিছুটা অংশের চলছিল মেট্রো রেল |মেট্রো রেল সূত্রে খবর, দুপুর ১২ টা ৬ নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো পার্ক স্ট্রিট স্টেশনে ঢুকলে ঝাঁপ দেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। তবে দুটি লাইনের মাঝে পড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হননি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। মেট্রো কর্মীরা ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনার জেরে গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও আপে কবি সুভাষ থেকে নেতাজি পর্যন্ত মেট্রো চলছিল। এই ঘটনার জেরে মেট্রো চলাচলে ঘটেছে ব্যাঘাত ঘটে । দীর্ঘ রুটে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রিতহয় । জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক। অন্যদিকে, পরিষেবা স্বাভাবিক থাকে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত | কিছুক্ষণের মধ্যেই সব রুটে স্বাভাবিক হয় পরিষেবা।এর আগে অষ্টমীর দিনও এভাবে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করে। পুজোর দিন এমনিতেই মেট্রো পরিষেবা শুরু হয়েছিল দেরিতে। ভিড়ও ছিল অনেক বেশি। তারই মধ্যে এই ঘটনার জেরে পরিষেবায় প্রভাব পড়ে। তারপর রবিবারও একই ঘটনা ঘটে। যদিও দুটি ঘটনাতেই আত্মহত্যার চেষ্টা করলেও বেঁচে যান ।