Breaking News

মোমিনপুরের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট!রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মোমিনপুরে হিংসার ঘটনায় আদালতে দায়ের হয়েছে ৩ টি মামলা। এর মধ্যে দু’টি মামলা জনস্বার্থের। বুধবার এই মামলাটি উঠেছিল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী’র ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানি’র পরে বিচারপতি রাজ্যের কাছে তলব করেন রিপোর্ট।এদিন মোমিনপুর মামলার শুনানি চলাচালীন কলকাতা বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, রাজ্য কী পদক্ষেপ নিয়েছে নাগরিক নিরাপত্তায়? পাশাপাশি কলকাতা পুলিশের ত্রুটি নিয়েও লিখিত জবাব চেয়েছে ডিভিশন বেঞ্চ। বেলা ২টো নাগাদ এই মামলার পরবর্তী শুনানি বলে খবর আদালত সূত্রে।উল্লেখ্য, গত শনিবার রাত থেকে উত্তপ্ত হয়েছিল মোমিনপুর। এমনকি ঘেরাও করা হয়েছিল একবালপুর থানাও। আহত হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। নামানো হয় র‍্যাফ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয়েছে প্রায় ৪২ জনকে। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আরও ৩৫ জনকে। ৪১ জনকে সতর্ক করা হয়েছে নোটিশ দিয়ে। হিংসার ছবি প্রচার করার জন্য দায়ের করা হয়েছে আলাদা আলাদা প্রায় ৮০টি মামলা। অভিযোগ, বিস্ফোরণও হয়েছে। বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে দুপুর ২টোর মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ । পুলিশের প্রতি আদালতের নির্দেশ, দায়িত্ব সহকারে কড়া ভূমিকা পালন করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *