Breaking News

রেড রোডে দুর্গা পুজোর কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দলকে পুরস্কার দেবে রাজ্য!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজো কার্নিভালে রেড রোডে অংশ নিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা। আর সেই নাচের জন্য এবার সৌরভপত্নীর নাচের দলকে বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
সৌরভপত্নী ডোনাকে পুরস্কার দেওয়ার কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । দুর্গার বিসর্জন কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মান দেওয়া হবে ডোনা গঙ্গোপাধ্য়ায়ের ড্রান্স ট্রুপ দীক্ষামঞ্জরীকে। রাজ্য সরকারের তরফে এই পুরস্কার তুলে দেওয়া হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে। প্রসঙ্গত, কার্নিভালের আগেই অসুস্থ ছিলেন ডোনা| চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। হাসপাতালেও ভর্তি ছিলেন। তিনি নিজে যদিও পারফর্ম করতে পারেননি, কিন্তু অনুষ্ঠানের আগের দিন রিহার্সাল করান। অনুষ্ঠানে তাঁর ট্রুপের পারফরম্যান্স সবার মন জিতে নেয়। নবান্ন সূত্রে খবর, কাজের ডেডিকেশন ও প্রেজেন্টেশনের জন্যই এই বিশেষ পুরস্কার দেবে রাজ্য। সদ্য চিকুনগুনিয়া থেকে উঠে অসুস্থ শরীর নিয়েও ছাত্র ছাত্রীদের যথাযথভাবে প্রশিক্ষণ দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। কাজের প্রতি এই নিষ্ঠা এবং পরিবেশনার জন্য এই বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত গত শনিবার বিকেলে রেড রোডের পুজো কার্নিভাল মুখ্যমন্ত্রী নিজেই সাজাতে চেয়েছিলেন সম্পূর্ণ বাংলার সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের আদলে। মঞ্চটি তৈরি হয়েছিল অনেকটা রাজবাড়ির স্থাপত্যের আদলে। অবশেষে বিশেষ পারদর্শিতার জন্য মিলল পুরস্কার।তবে একদিকে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসকের পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় সরতেই চারদিকে যখন রাজনীতির দড়ি টানাটানির পালা শুরু হয়েছে, তারমধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায়কে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে তাতে যেন আরও ঘৃতাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *