প্রসেনজিৎ ধর :- খুন হতে পারেন যে কোনও সময়, আর এই আশঙ্কায় এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। বুধবার বারুইপুরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন পরেশরাম দাস। এদিন পুলিশ সুপারের কাছে নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছেন ওই বিধায়ক। লিখিত ভাবে নিজের আশঙ্কার কথা বিস্তারিত জানিয়েছিন তিনি।ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরেশের। যে কোন সময় তিনি খুন হতে পারেন বলে আশঙ্কা করছেন। এর আগেও তিনি একই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগে চিরঞ্জিত হালদার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই পুনরায় বিধায়ক কে খুনের পরিকল্পনা করছে চিরঞ্জিত ওরফে চিরণ। ৬ – ৭ লক্ষ টাকার বিনিময়ে দুষ্কৃতীদের ভাড়া করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। আর সেই কারণেই বুধবার দুপুরে বারুইপুর এসপি অফিসে গিয়ে চিরঞ্জিত ও তার সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিধায়ক পরেশরাম দাসের কথায়, ‘আমি ক্যানিং থানায় লিখিত দিয়ে এখানে এসেছি। বেশ কিছু দুষ্কৃতী তার মধ্যে চিরণ হালদার রয়েছে। সে এবং আরও চার-পাঁচ জন দুষ্কৃতী ষড়যন্ত্র করছে এবং জড়ো হচ্ছে আমাকে খুন করার জন্য। এ নিয়ে আমি প্রশাসনকে জানালাম। যেহেতু আমি তৃণমূল বিধায়ক তাই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব গোটা ব্যাপারটা।’এই ঘটনায় ফের শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, যে শাসকের জমানায় নিজের দলের বিধায়ক নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে সাধারণ মানুষের কী অবস্থা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কই বলে দিলেন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ।