প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিএড বা ডিএড কোর্স করছেন এমন চাকরি প্রার্থীরাও প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবে বলে জানিয়েছিল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন চাকরিপ্রার্থীদের একাংশ।আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০-২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষণরত ডিএলএড, ডিএড ও বিএড পরীক্ষার্থীদের প্রাথমিক টেটে বসার অনুমতি দেওয়া হয়েছে। মামলাকারীদের প্রশ্ন, ইতিমধ্যে পর্যাপ্ত প্রশিক্ষিত প্রার্থী থাকতে প্রশিক্ষণরতদের কেন সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদ?২৯ সেপ্টেম্বর জারি বিজ্ঞপ্তি থেকে এই অংশ বাদ দিতে হবে।মামলাকারীদের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেটের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে দ্বিতীয় শর্তের তৃতীয় প্যারাগ্রাফে যোগ্যতা প্রসঙ্গে পর্ষদ জানিয়েছে, যাঁরা বিএড এবং ডিএড কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও টেট ২০২২ নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আর এই বিষয়টি নিয়ে আপত্তি বেশকিছু চাকরিপ্রার্থীর। মামলাকারীদের প্রশ্ন, যারা বিএড বা ডিএড প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে কেন যোগ্য বলে ধরা হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুক্রবার মামলাটি দায়ের হয়েছে।বৃহস্পতিবার একই রকম একটি মামলায় বিএড উত্তীর্ণদের টেটে বসার সুযোগ দেওয়ার বিরোধিতায় হাইকোর্টে মামলা হয়েছে। সোমবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তি জারি হতেই একের পর এক মামলায় টেটের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত চাকরিপ্রার্থীদের একাংশ।