Breaking News

চোখের মণির চারপাশে রক্ত,অভিষেকের ছবি পোস্ট করে বিরোধীদের তোপ কুণাল ঘোষের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই হাসপাতালে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টুইট করে একথা জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।বিদেশের হাসপাতালে চোখের অপরাশেন করানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক কটাক্ষ উড়ে এসেছিল। এবার সেই কটাক্ষের জবাব দিতে তাঁর চোখের ছবি পোস্ট করে প্রমাণ দিলেন কুণাল ঘোষ। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেকের চোখের ছবি পোস্ট করেন তিনি।

সঙ্গে বিরোধীদের নাগাড়ে করা সমালোচনা নিয়েও সরব হন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।অভিষেকের চোখের ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন কুণাল ঘোষ। তাতে দেখা যাচ্ছে, চোখের মণি বাদে চারপাশে লাল হয়ে রয়েছে। আজ সকালে অভিষেকের চোখের অবস্থা নিয়ে বিরোধীদের সমালোচনা করে কুণাল ঘোষ বলেন, ‘যাঁরা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিক মনোভাব দেখিয়েছিলেন, তাঁদের অভিষেকের চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’আগেই জানা গিয়েছিল চোখে অপারেশন হয়েছে অভিষেকের। গত পরশু তাঁর বাঁ চোখে সাত ঘণ্টা ধরে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপর সেই চোখের কী অবস্থা সেটাই এদিন পোস্ট করেছেন কুণাল। তাতে দেখা যাচ্ছে, অভিষেকের বাঁ চোখের অবস্থা রীতিমত ভয়াবহ। বাঁ চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিষেক। এর আগে একাধিক জায়গায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন। তিনি বেশ কয়েকবার দুবাইয়েও গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। তবে কয়লা পাচার কাণ্ডে নাম থাকায় চোখের চিকিৎসার জন্য অভিষেকের বাইরে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের সমস্যায় ভুগছেন ২০১৬ সাল থেকে। ওই বছর অক্টোবর মাসে মুর্শিদাবাদের একটি দলীয় কর্মসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়িকে ধাক্কা মেরেছিল অভিষেকের গাড়ি। এরপরে তার বাঁদিকের চোখের নিচের অংশের হাড় ভেঙে যায়। তারপর থেকে তিনি চিকিৎসার জন্য একাধিবার দুবাই গিয়েছিলেন। অবশেষে আমেরিকার এই হাসপাতালে তার চোখের অস্ত্রোপ্রচার হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *