দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়ার অভিযোগ নন্দীগ্রামে। অভিযোগ বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের কর্মীরা।যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।শনিবার সকালে দেখা যায় নন্দীগ্রামের মহেশপুরে তৃণমূলের দলীয় পতাকা এবং ফ্লেক্স ছিঁড়ে পড়ে রয়েছে। রাজ্যের শাসকদলের অভিযোগ, শুক্রবার গভীর রাতে এগুলি ছেঁড়া হয়েছে। বিজেপি এই কাজ করেছে বলেই অভিযোগ। প্রতিবাদে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহেশপুর বাজার যাওয়ার পথ অবরোধ করেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি স্বদেশ দাস। তিনি বলেন, “বিজেপি বিনা প্ররোচনায় তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছে। দলের পতাকা ছিঁড়ে দিয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই পথ অবরোধ।” যদিও গেরুয়া শিবির দলীয় পতাকা, ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। এলাকায় তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন টাঙানো হয়েছে দলের তরফে। জোড়াফুল শিবিরের অভিযোগ, শুক্রবার রাতে সেই সব পতাকা, ফেস্টুন খুলে দেওয়া হয়েছে। বিজেপি কর্মীরা পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে তাই শনিবার সকালে নন্দীগ্রাম রাজ্য সড়কে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।