Breaking News

এবার কেষ্ট-কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব ইডির,চলতি মাসেই হাজিরার নির্দেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লির অফিসে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৭ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থায় গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।অনুব্রত মণ্ডলের গ্রেফাতর পর থেকেই বারবার উঠে এসেছে তাঁর কন্যা সুকন্যার নাম। স্কুলে বেআইনি নিয়োগের অভিযোগ থেকে, গরুপাচারের টাকা পাচার সবেতেই উঠেছে তার নাম। এমনকী ইডির গোয়েন্দাদের দাবি, আয়বৃদ্ধিতে বাবা অনুব্রত মণ্ডলকে ছাড়িয়ে গিয়েছেন সুকন্যা।তদন্তকারীরা জানাচ্ছেন, ভোলেবোম রাইস মিল ছাড়াও সম্পত্তি রয়েছে সুকন্যার নামে। গত ৭ অক্টোবর আসানসোল আদালতে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট অনুসারে ২০১৩-১৪ অর্থবর্ষে সুকন্যার আয় ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা। ৮ বছরে সুকন্যার সম্পত্তি বেড়েছে ২,৯৬৪ শতাংশ। অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে। ইতিমধ্যে সুকন্যার মালিকানাধীন সংস্থা এএনএম অ্যাগ্রোকেম লিমিটেডের আয়ব্যায়ের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি। সোমবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা। তার আগেই তার কাছে পৌঁছল ইডির সমনের নোটিশ।প্রসঙ্গত এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা মণ্ডল এবং অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন। সম্প্রতি সিবিআই ওই সংস্থাকে ১৬০ ধারায় নোটিস দিয়েছে। এই সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎবরণকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *