Breaking News

‘সৌরভের সঙ্গে অন্যায় হয়েছে, তাঁকে আইসিসিতে পাঠান হোক’,মোদীকে বার্তা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, অন্যায়ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে। সেইসঙ্গে সৌরভকে যাতে আইসিসিতে পাঠানো হয়, সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জিও জানান মমতা।মহারাজের পাশেই যে তিনি আছেন তা উত্তরবঙ্গ সফরের শুরুতে আরও একবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই চারদিনে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কলকাতা বিমানবন্দরে সৌরভ বঞ্চনার শিকার বললেন মুখ্যমন্ত্রী। বিসিসিআই বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সারা দেশবাসীর পক্ষ থেকে বলব সৌরভ আমাদের গৌরব। যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে, অ্যাডমিনিট্রেশনও সামলেছে। কিন্তু সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অমিতবাবুর (জয় শাহ) ছেলে বোর্ডে রয়ে গেলেন। সে থাকতেই পারেন, ভাল কাজ করলে থাকবে, ভাল না হলে বলবই। অথচ সৌরভ বাদ গেল কোন উদ্দেশ্যে? পুরো ঘটনায় আমি স্তম্ভিত। আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।’গত কয়েকদিন ধরে সৌরভকে নিয়ে জোর চর্চা দেশে। আগের সপ্তাহেই গোটা দেশ জেনে ফেলেছিল বোর্ড প্রেডিসেন্ট হিসেবে ইনিংস শেষ সৌরভের। তাঁর পরিবর্তে রজার বিনিকে বেছে নেওয়া হয়েছে পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে।এই খবরের বিস্ফোরণে রীতিমতো কেঁপে যায় দেশ | সৌরভ নিজে একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়ে দেন, আরও বড় মঞ্চে তাঁকে দেখা যাবে আগামিদিনে। মহারাজের সেই মন্তব্য নিয়েও জোর আলোচনা হয়। তবে কি তিনি ক্রিকেট প্রশাসনেই থাকবেন? এমনও প্রশ্নও ওঠে। এরপরে চমক আরও বাকি ছিল। সৌরভ স্বয়ং ইডেনে দাঁড়িয়ে জানিয়ে দেন, তিনি সিএবি নির্বাচনে দাঁড়াবেন। আর আজ সপ্তাহের শুরুতেই কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *