প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। কারণ তাঁর মা অসুস্থ। আর এই কারণ দেখিয়ে ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পরিবারের বাকি সদস্যরাও ব্যাঙ্ককেই রয়েছেন। তাঁর সেখানে যাওয়া অত্যন্ত প্রয়োজন বলে মেনকা হাইকোর্টে জানিয়েছেন।আদালত সূত্রে খবর, এই আবেদন গৃহীত হয়েছে। পরবর্তী শুনানি হতে পারে আগামী বুধবার। সোমবার আগাম আদালতের দ্বারস্থ হয়ে মেনকা আবেদন জানিয়েছেন, তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ব্যাঙ্ককে যেতে চান। সেই আবেদন যেন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, এর আগে কয়লা কাণ্ডে তাঁকে জেরা করেছে ইডি। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে আটক করে রাখা হয়েছিল। এই প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্বীকার করেছে, মেনকাকে আটকানো ছিল অনিচ্ছাকৃত ভুল। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় মেনকাকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেখানে গিয়ে মেনকা দেখেন, গেটের তালা বন্ধ। নিরাপত্তা রক্ষীকে বলে তিনি ইডি দফতরে গিয়েও ফিরে আসেন। ইডি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, সময় লেখার ক্ষেত্রে সাড়ে ১২টার পর ‘পিএম’ লিখতে গিয়ে ভুলে ‘এএম’ লিখে ফেলা হয়েছে। সকালে ফোন করে ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি হাজিরাও দিয়েছিলেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, হেনস্থা করতেই ‘ইচ্ছাকৃত এই ভুল’।প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রুজিরাকেও জেরা করা হয়। কয়লাপাচার মামলাতেই নাম জড়িয়েছে অভিষেকের শ্যালিকা তথা রুজিরার বোন মেনকা গম্ভীরকে।