প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ব্যস্ত সময় তপসিয়ার একটি জুতোর কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।আগুন যাতে পাশের কারখানায় ছড়াতে না পারে তাই যুদ্ধকালীন তৎপরতায় লেলিহান শিখা আয়ত্তে আনার চেষ্টা করে দমকল। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। জুতোর কারখানায় আগুন লাগার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। তপসিয়ার ৮০/১ মিলাদনগরে রয়েছে ওই জুতোর কারখানাটি। মঙ্গলবার বেলা একটা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানা সংলগ্ন এলাকা। এরপরই জানা যায়, জুতোর কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়টি। কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুতগতিতে ছড়াতে থাকে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক সামগ্রী। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার কাজ শুরু করা হয় তড়িঘড়ি। জুতোর কারখানার আশপাশেই রয়েছে বেশ কিছু গাড়ির কারখানা। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। চামড়া এবং রবারের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এলাকায়। কার্যত জতুগৃহে পরিণত হয়েছে এই কারখানাটি। ধোঁয়া আর পোড়া দুর্গন্ধে ভরে গিয়েছে তপসিয়ার ওই এলাকা।এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কে এলাকার বাসিন্দারা।