প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেলে কাজের জন্য সপ্তাহ শেষে একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ নভেম্বর নবদ্বীপ ধাম স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। পাওয়ার ব্লক থাকার কারণে আপ এবং ডাউন উভয় লাইনেই চলাচল করবে না ট্রেন।নবদ্বীপধাম রেল স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য ২৭ নভেম্বর, রবিবার হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে । একাধিক লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি সময়সূচি পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেনের। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আপ ৩৭৯১৩, ৩৭৯১৭ ও ৩৭৯১৯ হাওড়া-কাটোয়া লোকাল; ডাউন ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৭৪২, ৩৭৭৪৪ ও ৩৭৭৪৬ কাটোয়া-হাওড়া লোকাল; ৩৭৭৪৯, ৩৭৭৫১ ও ৩৭৭৫৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকবে। রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে যে ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, ১৩৪৬৬ মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ১৩১৪১ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, ৩৭৭৪৭ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।কাটোয়া শাখার পাশাপাশি শিয়ালদহ শাখায়ও শনিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ শাখায় এই ট্রেন বাতিল বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, দমদম-নৈহাটি সেকশনে ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ইছাপুর স্টেশনের কাছে ট্রাফিক ব্লক করা হবে। একইসঙ্গে ব্লক করা হবে পাওয়ারও। ফলে সপ্তাহ শেষে শনি ও রবিবার এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার, ২৬ নভেম্বর রাত ১১টা থেকে রবিবার, ২৭ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ শাখায় দমদম-নৈহাটি সেকশনে একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ও রবিবার সকাল পৌনে ১১টা পর্যন্ত আপ লাইনে ২১২১৩, ৩১২২১ শিয়ালদহ -ব্যারাকপুর লোকাল এবং ডাউন লাইনে ৩১২১৪, ৩১২২২ ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি আপ লাইনে ৩১৪১৭, ৩১৪১৫ শিয়ালদহ -নৈহাটি লোকাল এবং ডাউন লাইনে ৩১৪১৮, ৩১৪২০ নৈহাটি-শিয়ালদহ লোকালও বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত আপ লাইনে ৩১৬১৫, ৩১৬১৭ শিয়ালদহ -রানাঘাট লোকাল চলবে না। ডাউন লাইনে ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট- শিয়ালদহ লোকাল ও চলবে না বলে জানানো হয়েছে। বাতিল করা হয়েছে ৩১৮১৩, ৩১৮১৪ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল; ৩১৩১১, ৩১৩১৭, ৩১৩১৪, ৩১৩১৮ কল্যাণী-শিয়ালদহ সীমান্ত লোকালও।