Breaking News

দিল্লিতে অবতরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন দু’‌দিন হল।আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে গেলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৩ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন। আর দু’‌দিন কাটানোর পরই আজ, শনিবার নয়াদিল্লিতে পৌঁছন। সেখানে পৌঁছেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তারপর যান বঙ্গভবনে।নিয়ম অনুযায়ী, যেকোনও রাজ্যের রাজ্যপালই যখন দায়িত্বগ্রহণ করেন, তখন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। এই সৌজন্য সাক্ষাতের ব্যতিক্রম করলেন না রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। চলতি সপ্তাহে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছিলেন প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোস। শপথ গ্রহণের পরই এদিন তিনি দিল্লিতে ফিরে যান। বিমানবন্দর থেকেই তিনি সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান। সৌজন্য সাক্ষাতের পর তিনি যান বঙ্গ ভবনে। প্রধানমন্ত্রী ও বাংলার নতুন রাজ্যপালের মধ্যে কী আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি। প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করাল কথা নতুন রাজ্যপালের। কিন্তু আজই গুজরাট সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে আজ তাদের দেখা হওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের ২২তম স্থায়ী রাজ্যপাল হিসাবে নাম ঘোষণা করা হয় সিভি আনন্দ বোসের। রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নিয়োগের চিঠি প্রকাশিত হয়। আর ২৩ নভেম্বর রাজভবনে শপথ নেন তিনি। শপথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *