Breaking News

সৌজন্যের আরও এক ধাপ!বিজেপি বিধায়কদের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পাঠাবে মমতার সরকার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই বিধানসভায় সৌজন্যের নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে কথা বলেছেন। এবার সৌজন্যের আরও একধাপ পথে এগোতে চলেছে রাজ্য সরকার। গতকাল শুক্রবার কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। শুভেন্দুকে ভাই সম্বোধন করেছেন মমতা। বিরোধী দলনেতার ডিসেম্বর তত্ত্বের পর মমতা-শুভেন্দুর সাক্ষাৎ, আলাপচারিতা- এই নিয়ে রাজনৈতিক জল্পনা গড়িয়েছে বহুদুর। জানা গেছে গতকাল সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়কদের না ডাকা নিয়ে বিরোধী দলনেতার তোলা অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বেশ কিছু উদাহরণ দিয়ে বিরোধী দলের সদস্যদের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনার কথা উল্লেখ করেন। সূত্রের খবর, তার পরেই মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, আগামী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণপত্র পাঠাতে।নবান্ন থেকে বিজেপি বিধায়কদের আমন্ত্রণপত্র পাঠালেই যে তাঁরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাবেন, সেই সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর ডাকে বিধানসভায় তাঁর ঘরে গিয়ে দেখা করলেও বিরোধী দলনেতা শুভেন্দু জানিয়েছিলেন, এই ঘটনায় আহ্লাদিত হওয়ার প্রয়োজন নেই। কারণ সংসদীয় গণতন্ত্রে শাসক-বিরোধীর মধ্যে সৌজন্য থাকবে, এটাই স্বাভাবিক। আবার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার দাবি করেছেন, বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য বিনিময় করলেও, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও লড়াইতে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তাঁরা। উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৫২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উদযাপন করা হবে হৃষিকেশ মুখোপাধ্যায়, অসিত সেন, পিয়র পাওলো পাসিলিনি, অ্যালান রিসনির শতবর্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *