Breaking News

রাজ্যবাসীর জন্য সুখবর !মিলেছে বিপুল সাড়া,৫ দিনের জন্য বাড়ল ‘দুয়ারে সরকার’ পরিষেবার মেয়াদ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ আরও ৫ দিন বাড়াল রাজ্য সরকার। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবারে (৩০ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য মানুষের বিপুল সাড়া দেখে এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।বুধবার রাজ্যের মুখ্যসচিবের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি চলবে। এই কয়েকদিনে আগের মতোই অস্থায়ী শিবিরে এসে ‘লক্ষ্মীর ভান্ডার’ কিংবা ‘কন্যাশ্রী’র মতো সামাজিক প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। রাজ্য প্রশাসনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত এক মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের উপভোক্তা হতে চেয়ে প্রায় সত্তর লক্ষ মানুষ আবেদন করেছেন। কর্মসূচিকে ঘিরে মানুষের এই ‘বিপুল সাড়া’ দেখেই এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেয় নবান্ন।প্রসঙ্গত, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পও। দুয়ারে সরকার কর্মসূচি নজর কেড়েছে ইউনিসেফের। আর এবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, চলতি বছর আরও কয়েকদিন এই পরিষেবা পাবে রাজ্যবাসী।বিরোধী রাজনৈতিক দলগুলির অবশ্য দাবি, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রামাঞ্চলে জনভিত্তি মজবুত করার লক্ষেই এই পদক্ষেপ করেছে রাজ্যের তৃণমূল সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *