Breaking News

বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি!মাথায় ছিল না হেলমেট,প্রাণ গেল ৩ যুবকের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হেলমেট ছাড়া বাইক নিয়ে রেষারেষি। প্রাণ গেল তিন তরতাজা যুবকের। মর্মান্তিক বাইক দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে। মৃতদের নাম রাকেশ দাস(১৯), জয় গায়েন (১৭) এবং রাহুল নস্কর (১৭)। ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। শোকে বিহ্বল মৃত যুবকদের পরিবার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বামনঘাটা থেকে বেরিয়েছিলেন রাহুল নস্কর, জয় গায়েন। তাঁদের দুজনেরই বাড়ি বামনঘাটায়। যাচ্ছিলেন সায়েন্স সিটির দিকে। অভিযোগ, কারও মাথায় হেলমেট ছিল না। বকডোবা এলাকায় শুভজিৎ লাহা ও রাকেশ দাসের সঙ্গে বাইক নিয়ে রেষারেষি করছিলেন ওই দুই যুবক। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন চার যুবক। রক্তে ভেসে যায় গোটা এলাকা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিৎ লাহা। মৃত শুভজিতের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। আহত রাকেশ দাসও বামনঘাটার বাসিন্দা।স্থানীয় এক প্রতক্ষ্যদর্শী জানান, “বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ওই দুই যুবক। মাথায় কারোরই হেলমেট ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির গিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পরেই কিছুদূরে ছিটকে পড়ে চারজনে| এরকমভাবে হাইওয়ে দিয়ে এভাবে গাড়ি চালানোর জন্যেই এরকম দুর্ঘটনা ঘটল।” এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *