দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যের আবহাওয়ায় একবারেই খুশি নন শীতপ্রেমীরা। নভেম্বর মাসের শেষ দিনেও তাপমাত্রার পারদ কমেনি। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায়। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলেই কনকনে ঠান্ডা উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে গাঙ্গেয় বঙ্গে। ফলে রাতের তাপমাত্রা অনেকটা বেড়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আপাতত শীতের আমেজ উধাও | পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরম অনুভূত হবে।আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য জানান হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বাড়বে রাজ্যে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নামতে পারে অনেকটাই। সেই সময় শীতের ঝোড়ো ব্যাটিং দেখতে পারেন রাজ্যবাসী। তার আগে আপাতত জমিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে। কলকাতায় আপাতত আকাশ পরিষ্কার থাকবে। তবে আর্দ্রতা বেশ কিছুটা বাড়বে। দিনের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯০ এর ঘরে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে প্রায় ৩০ ডিগ্রির ওপরে থাকবে। গতকাল দিনের তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে বৃহস্পতিবার রাতে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ আন্দামান সাগরে ঘুনাবর্ত তৈরি হতে পারে রবিবার অর্থাৎ ৪ ডিসেম্বর। আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় সকালের দিকে কুয়াশা থাকবে আগামী দুই থেকে তিনদিন। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আন্দামান-নিকোবর, দ্বীপপুঞ্জ, কর্ণাটক কেরালা তামিল এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকাতে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে বৃষ্টি বাড়বে রবিবার থেকে।