Breaking News

‘আগামিকালের মধ্যে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করুন’,এসএসসিকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার স্কুল সার্ভিস কমিশনকে বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা দিতে নির্দেশ দিল আদালত। ওই তালিকা প্রকাশ করতে হবে আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবারের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওই ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিতৎ গঙ্গোপাধ্যায় ।২০১৬ সালে নবম-দশমে চাকরি পেয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক। অভিযোগ, সেই নিয়োগ প্রক্রিয়াতেও ব্যাপক বেনিয়ম হয়েছে। সুপারিশের ভিত্তিতে যোগ্যদের সরিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। সেই অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়। পাশাপাশি, নিয়োগ দুর্নীতির সমাধান না করে রাজ্য সরকার কীভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন বিচারপতি।বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন জানিয়েছেন, এই ১৮৩ জনের মধ্যে কারা কারা চাকরি পেয়েছেন তাদের তালিকা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে এসএসসি-কে। সেই সঙ্গে আদালত পর্ষদের কাছে জানতে চায়, এই যে ১৮৩ জনকে খুঁজে পাওয়া গিয়েছে তাঁদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে? তাদের চাকরি বাতিলের জন্য কী করেছে কমিশন? নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে বারবার রাজ্য হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাতেও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মন্তব্য, “নিয়োগ দুর্নীতিকে থামানোর পরিবর্তে রাজ্য বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে। এটা বিস্ময়কর। রাজ্যের উচিত দুর্নীতির বিরুদ্ধে আদালতকে সাহায্য করা”অন্যদিকে, এদিনই এসএসসির গ্রুপ সি-র শূন্য পদে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বেআইনি নিয়োগের কারণে মোট ৩৫০ জনের চাকরি বাতিল হয়েছিল। সেইসব শূন্যপদে নিয়োগ করতে হবে। আদালতের পক্ষ থেকে বলা হয় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে কমিশনকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *