দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ‘ভারতকে পথ দেখাবে বাংলা’, শপথ নেওয়ার পর প্রথম ভাষণে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সেই ভাষণে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।’ এদিন রাজ্যের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বাংলার রাজ্যপাল কোভিড কালে চিকিৎসক, নার্স ও প্রতিটি স্বাস্থ্য কর্মীর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘করোনাকালে প্রতিটি স্বাস্থ্যকর্মী ছিলেন ওয়ান ম্যান আর্মি।’ রাজ্যপালের মুখে বাংলার প্রশংসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।নিজের বক্তব্যের ব্যাখ্যায় প্রাক্তন এই আইএএস আধিকারিক জানান, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে বাংলার। বাংলা দৈত্যের মতো গর্জন করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলা দেশকে আর ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে বলেও আশাপ্রকাশ করেন বোস। তাঁর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন রাজ্যপলের সঙ্গেই ওই মঞ্চে থাকা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্ত্বনু সেন।এদিন শুধু বাংলা নয়, রাজ্যপালের ভাষণে উঠে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইতিহাসও। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। রাজ্যের এই মেডিক্যাল কলেজের ১৫০ বছরের সূচনা অনুষ্ঠানে এসে এমনই জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নলজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান রাজ্যপাল।গত ২৩ নভেম্বর রাজভবনে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেন প্রাক্তন আমলা তথা একাধিক বইয়ের লেখক সিভি আনন্দ বোস। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তাঁর স্ত্রী।