প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলের যুব সংগঠনের নয়া কমিটিতে জায়গা পাননি দেবাংশু ভট্টাচার্য। যা নিয়ে চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই আবহে এবার এই যুবনেতাকে নতুন দায়িত্ব দিল দল। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ হিসাবে দেবাংশুকে দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ হিসাবে দেবাংশুকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জোড়াফুল শিবিরের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয় বৃহস্পতিবার।
ওই বিবৃতিতে আরও বলা হয়, জেলা, ব্লক, অঞ্চল এবং বুথ স্তরেও তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল গঠন করা হবে। আর জেলা স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সোশ্যাল মিডিয়া ও আইটি সেল কাজ করবে রাজ্য আইটি সেলের অধীনে। অন্যদিকে নতুন দায়িত্ব পেয়ে খুশি উঠতি তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের বিবৃতিতে এদিন বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে সুসংগঠিতভাবে গড়ে তুলে দলের কথা যাতে ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে কারণেই দেবাংশুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের বিষয়টিকে সার্বিক সাংগঠনিক কাঠামোও দেওয়া হবে। জেলা, ব্লক ও অঞ্চল স্তরেও এই আইটি সেল গড়ে তোলা হবে। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিষয় নিয়ে লাইভ, ভিডিও করেই থাকেন। ফেসবুকে তাঁর অগুনতি ফলোয়ার রয়েছে। ফেসবুকে গুরুত্ব দিয়ে এবার দেবাংশুকেই সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য ইনচার্জ পদে বসানো হল।