দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেকের গড়ে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। শনিবার ৩ ডিসেম্বর অভিষেক ব্যানার্জির সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে সভা করবেন বিধানসভার বিরোধী দলনেতা। পাশাপাশি আদালতের কড়া নির্দেশ সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে। প্রসঙ্গত শনিবারই আবার কাঁথিতে অধিকারীদের বাসভবন ‘শান্তিকুঞ্জ’ থেকে ১০০ মিটার দূরত্বেই জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে শুক্রবার সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। ৩ ডিসেম্বর বিজেপির মথুরাপুর সংগঠনিক জেলার উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা করার কর্মসূচি আগের। তবে সভাস্থল নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিজেপির মথুরাপুর সংগঠনিক জেলার সভাপতি প্রদ্যোৎ বৈদ্য জানিয়েছিলেন, কুলপির দেরিয়ার মাঠে শুভেন্দু অধিকারীর জনসভার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার মঞ্চ বাঁধার কাজও শুরু হয়। কিন্তু কুলপি থানার পুলিশ প্রশাসন আদালতে ওই এলাকায় প্রশাসনিক অসুবিধার কথা জানিয়ে জনসভায় আপত্তি তোলে। বিজেপিও সেখানেই সভা করার অনড় মনোভাব নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। রাতে অবশ্য বৈঠক করে কেল্লার মাঠে অথবা লাইটহাউসের মাঠে ওই জনসভার আয়োজন করা যেতে পারে বলে মত প্রকাশ করে দল। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হয়। বিচারপতি জানান ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে শুভেন্দু অধিকারীর সভায় কোনও বাধা নেই। তবে সভার জন্য যেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তাও দেখতে হবে। জেলা পুলিশকে এই মর্মে নির্দেশ দিয়েছে আদালত।