দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ‘ধেড়ে ইঁদুর এবার সামনে আসবে’ বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন বিচারপতি। এদিনের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যে ১৮৩ জন নবম ও দশম শ্রেণিতে বেআইনিভবে নিযুক্ত হয়েছে বলে এসএসসি জানিয়েছে তাদের নাম ২৪ ঘণ্টার মধ্যে এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সঙ্গে ৩ দিনের মধ্যে রাজ্যের সমস্ত জেলার ডিআইদের থেকে তথ্য নিয়ে জানাতে হবে এরা কোন স্কুল কর্মরত বা আদৌ কর্মরত কি না। কোনও ডিআই যদি সহযোগিতা না করেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।এরপরই সিবিআই আদালতে দাবি করে, গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হার্ড ডিস্ক আর এসএসসি-র দফতর থেকে বাজেয়াপ্ত হার্ড ডিস্কে নম্বরের বিস্তর ফারাক রয়েছে। গাজিয়াবাদ থেকে উদ্ধার হার্ড ডিস্কে ১, ২ পেয়েছে এমন প্রার্থীর নম্বর সংসদের হার্ড ডিস্কে ৫৩ বা ৬৩ দেখাচ্ছে। নিজেদের দাবির স্বপক্ষে এরকম ২০টি ওএমআর শিট ও সংসদের হার্ড ডিস্কের নম্বর আদালতে জমা দেয় সিবিআই। এর পর তিনি জানান, প্রত্যেকটি নম্বর খতিয়ে দেখতে চায় তারা। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।’এর আগেও একাধিকবার সিবিআইকে ‘আসল অপরাধী’ ধরার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআই তাঁর ধারে কাছে পৌঁছতে না পারায় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আসল অপরাধী কে তা আমরা সবাই জানি। কিন্তু আমার জীবদ্দশায় সে ধরা পড়বে বলে মনে হয় না।’১৮৩ বেআইনি সুপারিশ পত্র ২ ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন তিনি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘এসএসসি ভয়ডরহীন হোক। সব প্রকাশ্যে আনুক। সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছে নাকি খুলছে না? মুখ খোলানোর কৌশল প্রয়োগ করুক সিবিআই। দিল্লি নিয়ে যাক।’