Breaking News

আদালতের নির্দেশে মিলেছে চাকরি,এবার নতুন সমস্যার কবলে শিক্ষিকা ববিতা সরকার!

প্রসেনজিৎ ধর :- দীর্ঘ আইনি লড়াইয়ের পরে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার । মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা পদে যোগ দিয়েছিলেন তিনি। তবে এবারে নতুন সমস্যায় জর্জরিত তিনি। আবারও আদালতের দ্বারস্থ হতে চলেছেন ববিতা।মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ববিতা সরকার। মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর ‘ভুয়ো’ চাকরি তিনি পেয়েছেন সৎপথে, আন্দোলনের মধ্যে দিয়ে। চাকরির প্রয়োজনেই তাঁকে থাকতে হচ্ছে মেখলিগঞ্জে। আর সেখানেই সমস্যায় পড়েছেন ববিতাদেবী। অভিযোগ, তাঁকে কেউ বাড়ি ভাড়া দিতে চাইছেন না। একটি বাড়ি দেখে পছন্দ হওয়ায় তা ভাড়া নিতে চেয়েছিলেন। মালিক প্রাথমিকভাবে রাজিও হন। কিন্তু ববিতাদেবীর অভিযোগ, ”উনি ভাড়া দেবেন বলেছিলেন। তারপর যখন অ্যাডভান্সের টাকা দিতে গেলাম, তখন জানালেন যে আমাকে নাকি বাড়ি ভাড়া দেওয়া যাবে না। চাপ আছে। আমার তো মনে হয় শাসকদলই তাঁর উপর চাপ তৈরি করছে। যাতে আমাকে বাড়িটা ভাড়া দেওয়া না হয়।”রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা বলেন, বাড়ি ভাড়া পেলেও তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই ফের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি। ববিতা সরকার বলেন, স্বামীকে কাজের জন্য প্রায়ই বাইরে থাকেন। ভাড়া বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকতে হয় তাঁকে। তাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছেই। এই বিষয়ে ববিতার নতুন সমস্যার কথা কানে পৌঁছেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তিনি বলেন, স্থানীয় নেতৃত্বকে তিনি বলবেন এই সমস্যার সমাধানের জন্য। ববিতার পাশে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের দাঁড়ানোর জন্য ডাক দিয়েছেন তৃণমূল মুখপাত্র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *