প্রসেনজিৎ ধর, কলকাতা :- গৃহপ্রবেশের দিন ন’তলা থেকে পড়ে যায় আট বছরের শিশু। গুরুতর জখম শিশুকন্যা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমন কঠিন পরিস্থিতিতে তার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাবালিকার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ। দক্ষিণ শহরতলির মহেশতলার একটি নামী অভিজাত আবাসনে গৃহপ্রবেশের অনুষ্ঠানের দিন বাড়িরই ৮ বছরের মেয়ে অন্বেষা ঘোষ ৯ তলা ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় কয়েকদিন আগেই। বৃহস্পতিবার রাতের সেই ঘটনায় রীতিমত তোপের মুখে পড়েছে ওই আবাসন কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁদের। এরই মাঝে কলকাতার এক হাসপাতালে অস্ত্রপচার হয়েছে অন্বেষার। আপাতত সে কিছুটা ভাল আছে। কিন্তু আগামী দিনেও তাঁর চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। সেই সূত্রেই ওই চিকিৎসার ব্যয়ভার বহণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথা জানিয়েছেন অভিষেক। উল্লেখ্য, মহেশতলা পুরসভা এলাকাটি অভিষেকেরই ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই ঘটনায় আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্মাণবিধি না মানা, নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় মহেশতলার নামী-অভিজাত আবাসনে। গাফিলতির অভিযোগ বিক্ষোভ দেখান স্থানীয়রা। শুক্রবার রাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নির্দেশ একটি প্রতিনিধি দল শিশুর পরিবারের সঙ্গে দেখা করে। শুক্রবার রাতে অভিষেকের নির্দেশ মহেশতলা টাউন তৃণমূল সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁদের সঙ্গে দেখা করে বলে জানিয়েছেন অন্বেষার বাবা গৌতম ঘোষ। সেই প্রতিনিধিদলই জানিয়েছে, অন্বেষার যাবতীয় চিকিৎসার খরচ বহন করবেন খোদ সাংসদ। আর এই ঘটনায় আরও একবার সামনে এল অভিষেকের মানবিক মুখ। এর আগেও অভিষেক এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিজ সংসদীয় কেন্দ্র তথা বাংলার নানা প্রান্তের মানুষের জন্য।
মহেশতলায় দুর্ঘটনায় আহত অন্বেষার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক বন্দোপাধ্যায়!
Video Player
00:00
00:00