দেবরীনা মণ্ডল সাহা :- হাইভোল্টেজ সভার আগে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নম্বর ব্লকের ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। কাঁথিতে, শান্তিকুঞ্জের অদূরে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখান থেকে ৪০ কিলোমিটার দূরে বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় ভূপতিনগরের তৃণমূলের বুথ সভাপতির ঝলসানো দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ এছাড়াও, আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃত তৃণমূল বুথ সভাপতির নাম রাজকুমার মান্না ৷ ঘটনায় রাজকুমার মান্নার ভাই দেবকুমার মান্নারও মৃত্যু হয়েছে ৷ ভুপতিনগর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ, তা জানা যায়নি। অন্যদিকে, বিজেপির অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। অভিযোগ শুক্রবার রাত ১০টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর গ্রামপঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয় ৷ যে ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়িটি পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ৷ প্রথমটায় বলা হচ্ছিল, ঘটনা কোনও হতাহতের খবর নেই ৷ কিন্তু, এদিন সকালে তৃণমূলেরর বুথ সভাপতি রাজুকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিশ্বজিৎ গায়েনের দেহ বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বোমা বাঁধছিল ৷ সেই সময়ই বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ যদিও, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এর সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই ৷ পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তৃণমূল নেতা তন্ময় ঘোষ ৷প্রসঙ্গত, আজ কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এই মহা জনসভার আগে ভগবানপুর ২ ব্লকে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও, তৃণমূলের তরফে পুরো বিষয়টিতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করা হয়েছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করে আসছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে পূর্ব মেদিনীপুরে তাঁদের কর্মীদের উপরে হামলা চালাচ্ছে বিজেপি৷