দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতের উপহার হিসেবে ছোটা শুরু করবে জোকা- তারাতলা মেট্রোর । সূত্রের খবর, বড়দিনের আগে থেকেই এই রুটে চালু হবে পরিষেবা। চলতি মাসের দশ তারিখের পর দিনক্ষণ চূড়ান্ত করতে ফেলতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশ করেছে ভাড়ার তালিকা। সূত্রের খবর, ডিসেম্বরের ১৭ তারিখের পর থেকেই মেট্রো চলাচল শুরু হবে। রুট হচ্ছে জোকা, ঠাকুরপুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার, তারাতলা। ন্যূনতম ভাড়া থাকছে ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া ২০ টাকা। মাঝামাঝি যাতায়াতের জন্য ভাড়া ১০ টাকা। তবে কখন কখন মেট্রো চলাচল করবে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, স্মার্ট কার্ড ব্যবস্থা চালু হবে। সিকিউরিটি হিসেবে জমা নেওয়া হবে ৮০ টাকা। ২৫০ এবং ৫৫০ টাকার স্মার্ট কার্ডে থাকছে বিশেষ অফার। প্রথম ধরনের স্মার্ট কার্ডে টানা তিন দিনে যাতায়াত করা যাবে যত ইচ্ছে। আর দ্বিতীয় ধরনের স্মার্ট কার্ডের সুবিধা নিলে টানা পাঁচ দিন ‘আনলিমিটেড’ পরিষেবা পাওয়া যাবে। জোকা- তারাতলা রুট প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ। সম্প্রতি নয়া এই মেট্রো রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল মেট্রো ট্রেন। এবার অপেক্ষা যাত্রী নিয়ে ছোটার। বছর শেষে কলকাতাবাসীর জন্য সুখবর। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি। ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্ত সাপেক্ষে অনুমতি মিলল যাত্রার। কবে থেকে পরিষেবা শুরু, সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ। এক দশক অপেক্ষার পর অবশেষে মিলল ছাড়পত্র। জোকা-তারাতলা রুটে মেট্রো চালানোর জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি | মেট্রো সূত্রে খবর, ৩ মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছে। এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ।