প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের সাহায্য নিয়ে এবার মিউজিয়াম তৈরি করতে চলেছে নৌসেনা। থাকবে যুদ্ধ জাহাজ, বিমান, সাবমেরিন, কামান। আর নয়া এই মিউজিয়াম হবে কলকাতার নিউটাউনে। উল্লেখ্য, রাজ্যের উদ্যোগে এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল নৌসেনার বিমান। তা দেখতে জমছে ভিড়। এই সাফল্যের পরেই মিউজিয়াম গড়তে চাইছে নৌসেনা।জানা গিয়েছে, নিউটাউনে রাজ্য সরকারের উদ্যোগে নৌবাহিনীর বিমানের প্রদর্শন ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আগে এটি শুধু দেখা যেত ভাইজাগে। এখন নিউটাউনে এসেই বিমানের ভিতরে প্রবেশ করে তার যাবতীয় যন্ত্রাংশ ও বিমান চালানোর পদ্ধতি দেখতে পারছেন আমজনতা। এই সাফল্যের পর এবার নিউটাউনে মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে নৌসেনা। জানা গিয়েছে, যুদ্ধ জাহাজ, বিমান সহ বিভিন্ন সেনা যান ও অস্ত্র রাখা থাকবে ওই মিউজিয়ামে। রাখা হবে বিভিন্ন অস্ত্র ও যানের অংশ বিশেষও। উল্লেখ্য, সাবমেরিনের ২টি টর্পেডো আনা হয়েছে ইতিমধ্যেই। আবার কলকাতা বন্দরের কাছে গঙ্গার পাড়ের মাটি খুঁড়ে নৌসেনা উদ্ধার করেছে ৪টি কামান। সেনা সূত্রে খবর, এখনও মাটির তলায় চাপা পড়ে আছে একটি কামান। মনে করা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ বা তারও আগের এই সমস্ত কামান। এই বিমানগুলি রাখা আছে আইএনএস নেতাজী সুভাষ ভবনের সামনে। বাকি ২টি রাখা আছে নির্মীয়মান ভবনের সামনে। প্রাথমিকভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের নৌসেনা কর্তাদের। জানা গিয়েছে, রাজ্য সরকার মিউজিয়ামের বাড়ি তৈরি করে দেবে। কত তলা বাড়ি হবে এবং ক’টি ঘরে প্রদর্শনীর বস্তুগুলি রাখা হবে, তা নিয়েও চলছে উভয়পক্ষের আলোচনা। নৌসেনার আধিকারিকদের মতে, কলকাতার বিভিন্ন জেলার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা এই মিউজিয়াম দেখার পর নৌবাহিনীতে যোগ দিতে উৎসাহ পাবে।