দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রধানমন্ত্রীর ডাকা জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লির পথে মুখ্যমন্ত্রী। চার দিনের সফরে এদিন দিল্লি উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই। বরং রাজস্থানের আজমেঢ় এবং পুস্কর যেতে পারেন তিনি। সোমবার বেলার দিকে তিনি ৪ দিনের সফরে দিল্লির পথে রওয়ানা দেন। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই তিনি দিল্লি যাচ্ছেন জি-২০ বৈঠকে যোগ দিতে। কিন্তু এবারের সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা করে কোনও বৈঠক হচ্ছে না।আগামী বছর জি-২০ সম্মেলনের বৈঠক বসতে চলেছে ভারতের মাটিতে। সেই বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকার। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। যার প্রথম ধাপ হিসাবে দেশের রাজনৈতিক দলের প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদি। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকেই এদিন যোগ দিতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলসুপ্রিমো। এদিনও তিনি জানিয়েছেন, তাঁর এই সফর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দলের নেত্রী হিসাবেই হচ্ছে। দিল্লিতে নেমেই মমতা প্রথমেই যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই এদিন বিকেলে জি-২০ সংক্রান্ত বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদি-মমতার সাক্ষাৎ হওয়ার কথা। তবে বৈঠকের বাইরে দু’জনের ব্যক্তিগত বৈঠক হবে কি না সে দিকে নজর ছিল সকলে। যা আপাতত ধামাচাপা পড়ে গেল। এদিন রাতে দিল্লিতেই থাকার কথা মমতার। তার পর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তিনি রাজস্থান যাবেন।