দেবরীনা মণ্ডল সাহা :- কুয়োয় ভেসে ওঠা স্কুল ব্যাগ থেকে উদ্ধার শিশুর দেহ । জলপাইগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। ইতিমধ্যেই শিশুটির দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগর এলাকায় বাস তাপসী সাহার। অন্যান্য দিনের মতো সোমবার সকালেও নিজের বাড়ি কুয়ো থেকে গেরস্থালির কাজে ব্যবহারের জন্য জল তুলছিলেন। আচমকাই খেয়াল করেন কুয়োর ভিতর একটি স্কুল ব্যাগ ভেসে উঠেছে। তিনি ওই ব্যাগটি কুয়ো থেকে উপরে তোলেন। ব্যাগ খুলতেই আঁতকে ওঠেন। দেখেন ব্যাগের ভিতর রয়েছে শিশুর দেহ।চিৎকার চেঁচামেচি শুরু করেন মহিলা। ব্যাগের ভিতর শিশুর দেহ উদ্ধারের ঘটনা জানাজানি হয়ে যায় সর্বত্র। প্রতিবেশীরা ভিড় জমান এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই ব্যাগ এবং ব্যাগের ভিতরে থাকা শিশুর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, অরবিন্দনগর এলাকার বাসিন্দা তাপসী সাহার বাড়িতে ওই শিশুর দেহটি উদ্ধার হয়েছে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত ২-৩ দিন আগে শিশুর দেহ ব্যাগে ভরে কুয়োর জলে ফেলে দেওয়া হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে । পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে । কে বা কারা ব্যাগের ভিতর শিশুর দেহ ভরে কুয়োয় ফেলল, তা এখনও স্পষ্ট নয়।কে কখন ব্যাগটি কুয়োয় ফেলেছেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। স্থানীয়দের মধ্যে অনেকে দাবি জানিয়েছেন বাড়ির মালিকের অনুপস্থিতিতে আততায়ী ব্যাগটি কুয়োর জলে ফেলে যান। একদিকে যেমন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যদিকে এক নিষ্পাপ শিশুর খুনের ঘটনায় মর্মাহত সকলেই। প্রসঙ্গত কিছু দিন আগে এক শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ঘুড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বালুরঘাটের এ.কে.গোপালন কলোনি। ওই এলাকা থেকে এক ৮ বছর বয়সী শিশু দীপ হালদারকে অপহরণ করার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
Hindustan TV Bangla Bengali News Portal