প্রসেনজিৎ ধর :- হুগলি-প্রচলিত আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে |এবার তারই বাস্তব চিত্র ফুটে উঠলো ডানকুনিতে | কাউন্সিলরের অফিস না থাকায় গাছ তলাতেই জনসাধারণের কাজ করতে তৎপর তিনি | তিনি ডানকুনি পৌরসভার তৃণমূলের উপ পৌরপ্রধান প্রকাশ রাহা | গাছতলায় বসেই করলেন সরকারি কাজ, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ | প্রসঙ্গত আমফানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলো কাউন্সিলরের অফিস। অফিস সম্পূর্ণ রূপে ভেঙে গেলেও জনসাধারণের কাজ যাতে ব্যাহত না হয় সে কথা মাথায় রেখে একটি সরকারী বাড়ি অনুমতি নিয়েই সেই বাড়িতেই কাজ চালাচ্ছিলেন বলেই জানান উপ পৌরপ্রধান | কিন্তু সেই সরকারী বাড়িই চক্ষুশুল হয়েছিলো বিরোধী রাজনৈতিক দলগুলির এমন টাই অভিযোগ উপপৌরপ্রধানের |
তাঁর আরো অভিযোগ এ নিয়েই বিজেপি ও সিপিএমের চক্রান্তে শুরু হয় অপপ্রচার | যার ফলে হাত ছাড়া হয় কাউন্সিলরের অফিস এমনটাই অভিযোগ প্রকাশবাবুর |
তবে তাতে কুছ পরোয়া নেই, জনকল্যাণে গাছতলাকেই বেছে বর্তমানে কাজ চালাচ্ছেন এবং জনসাধারণের কাজ করে চলেছেন ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা | উপ পৌরপ্রধানের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও |