দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের শহরে ভয়বাহ অগ্নিকাণ্ড। আজ, মঙ্গলবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগল নিউটাউনে। এদিন নিউটাউনের গৌরাঙ্গনগরে ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ভোর ৪টে নাগাদ আগুন লাগে বলে সূত্রের খবর। এমনকী এই আগুন ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে ভস্মীভূত করে দেয় বাগজোলা খালের ধারের অস্থায়ী দোকানগুলিকে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ২০টির বেশি ঝুপড়ি দোকান। চোখের সামনে দোকান পুড়ে যেতে হাহাকারের রোল ওঠে এলাকায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি ও অন্যান্য পাত্রে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। তড়িঘড়ি দমকল বাহিনীকেও খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে এক এক করে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা টানা দু ঘণ্টা ধরে চেষ্টা করে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে কেউ নিহত বা জখম না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। সর্বস্ব খুইয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা।তবে কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশও। স্থানীয়দের দাবি, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলির মধ্যে কাপড়ের দোকান, চায়ের দোকান-সহ অন্যান্য দোকানও রয়েছে।আগুন লাগার সময় দোকানে কেউ ছিলেন না। দমকলের কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। কী কারণে আগুন সেটা এখনই স্পষ্টভাবে বলতে পারছেন না তাঁরা।
Hindustan TV Bangla Bengali News Portal