Breaking News

‘ঢাকি সমেত গোটা প্যানেল বিসর্জন দেব’, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, দরকার হলে ৪২,৫০০ জনের প্যানেলের গোটাটাই বাতিল করে দেব। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। আগামী ১৬ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতের দ্বারস্থ হয়ে ১৪০ জন অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থী দাবি করেন, মোট ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ হয়েছে ২০১৬ সালের প্যানেলের মাধ্যমে। নিয়োগপত্র পাওয়া অনেকের থেকে তাদের নম্বর বেশি হলেও তারা চাকরি পাননি।এই প্রেক্ষিতে ২০১৬ সালের ৪২ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, “আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। যেদিন ২০১৪-র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব।” বিচারপতির আরও সংযোজন, “মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে চাকরি পায়নি মামলাকারীরা।” মামলাকারীদের আরও বেশকিছু নথি পেশ করার নির্দেশও দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।প্রসঙ্গত, ২০১৪ সালের টেটের প্রেক্ষিতে দু’টি নিয়োগপ্রক্রিয়া সংগঠিত হয়। ২০১৬ সালে রাজ্যে ৪২ হাজার শিক্ষক নিয়োগ হয়। আবার ২০২০ সালে ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ করা হয়। চাকরিপ্রার্থীদের দাবি ছিল, বিভিন্ন জেলায় ৩ হাজার ৯২৯ ফাঁকা পদ পড়েছিল। সম্প্রতি প্রাথমিক সিবিআই, শিক্ষা পর্ষদ এবং চাকরিপ্রার্থীদের বৈঠক হয়। সেখানেই প্রায় ৪ হাজার শূন্যপদের হদিশ মেলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *