প্রসেনজিৎ ধর :- নজির গড়ল ডায়মন্ড হারবার হাসপাতাল | এই প্রথম সাপে কামড়ানো এক শিশুর ডায়ালিসিস করা হল ডায়মন্ড হারবার হাসপাতালে। নবজীবন ফিরে পেল ওই শিশু।উস্তি থানার কুলেশ্বরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আজহার উল শেখ। তার বয়স ১১। জানা গিয়েছে, গত ২১ নভেম্বর তাকে ছোবল মেরেছিল চন্দ্রবোড়া সাপ। এরপরে সে চিকিৎসাধী ছিল ডায়মন্ড হারবার হাসপাতালের শিশু বিভাগের সিসিইউতে। হাসপাতাল সূত্রে খবর, নাবালকের দু’টি কিডনি বিকল হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল প্রস্রাব। আরও জানা গিয়েছে, এতদিন এই হাসপাতালে বড়দের ডায়ালিসিস হলেও নাবালক-নাবালিকাদের হত না। অন্ত্যন্ত ঝুঁকি থাকে বলেই ছোটদের পাঠানো হত কলকাতায়। চিকিৎসক সুমন্ত্র সরকার জানাচ্ছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ওই নাবালকের দায়িত্বে ছিলেন প্রায় ২০ জন। সম্মিলিত প্রচেষ্টায় ২টি ডায়ালিসিস করা হয় নাবালকের। সময় লাগে প্রায় তিন ঘণ্টা। চিকিৎসক বলেন, প্রায় ২ সপ্তাহ পরে সম্পূর্ণ সুস্থ হয়েছে নাবালক। শিশুবিভাগের প্রধান ডা: সুমন্ত্র সরকার জানিয়েছেন, সাপে কামড়ানো ওই শিশুর ‘হেমোটক্সিক স্নেকবাইট’ হওয়ায় তার দু’টি কিডনিই অকেজো হয়ে গিয়েছিল। প্রস্রাবও বন্ধ হয়ে যায় শিশুটির। ডায়ালিসিস ছাড়া বাঁচার আশা কোনওভাবেই সম্ভব ছিল না। কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতালে বড়দের ডায়ালিসিস চালু থাকলেও, শিশুদের এর আগে কখনওই করা হত না। কারণ তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন নাবালকের পরিবার। আর দক্ষিণ ২৪ পরগণা জেলার এই হাসপাতালের সাফল্যে আপ্লুত চিকিৎসক- স্বাস্থ্যকর্মী থেকে সকলেই।