দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ, শুক্রবার পথ দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর গাড়িতে এদিন বেপরোয়া বাস এসে ধাক্কা মারে। আর তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস নেতার গাড়ি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।তবে বিশেষ কোনও চোট লাগেনি কুণাল ঘোষের । এই দুর্ঘটনার পর তিনি রওনা দিয়েছেন হলদিয়ায়।শুক্রবার অর্থাৎ আজ হলদিয়ায় কর্মসূচি রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। সেই কারণে ১০ টা নাগাদ হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। শিয়ালদহ স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয় কুণাল ঘোষের গাড়িতে। সেই সময় গাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন কুণালবাবু। তারপর গাড়ি নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এই পথ দুর্ঘটনা নিয়ে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, ‘সবসময় যেরকম রেষারেষি চলে সেরকমই চলছিল। তার জেরে ধাক্কা মেরেছে আমার গাড়িতে। আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন। তাই এই মুহূর্তে বাসটিকে আটকাতে নিষেধ করেছি। কারণ তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হবে। বাসের নম্বর ও চালকের নাম লিখে রাখা হয়েছে।’ পরে বাসটির ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে।দুর্ঘটনা কমাতে রাজ্যের তরফে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করা হয়েছে। বারবার মানুষকে সচেতন করা হয়েছে। কিন্তু তাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। যদিও দুর্ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি কুণাল ঘোষের। তিনি বলেন, “এক্ষেত্রে পুলিশ-প্রশাসনের কিছুই করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকাল চিংড়িহাটায় একজন নেশাগ্রস্ত অবস্থায় এতজনকে মারল। পুলিশ তো আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু তাঁরাও জখম।”