প্রসেনজিৎ ধর, কলকাতা :- ১৬ জানুয়ারি পর্যন্ত অগ্নিমিত্রা পাল-সহ তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না। ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে রক্ষাকবচ দিল হাইকোর্ট। এর আগে ওই সভাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত অভিযোগে স্থগিতাদেশ দিয়েছে আদালত।শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন, অগ্নিমিত্রা পাল, দীপক হালদার ও প্রদ্যোৎ বৈদ্যকে ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না। তাঁদের বিরুদ্ধে ৫টি এফআইআর হয়। একাধিক এফআইআর হয় বিরোধী দলনেতার বিরুদ্ধেও।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেওয়ার পর দিন আরও তিন বিজেপি নেতাকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা ঘিরে একাধিক অভিযোগ আনা হয়েছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। অভিযোগ আনা হয়েছিল বিজেপি নেতা দীপক হালদার এবং প্রদ্যোৎ বৈদ্যর বিরুদ্ধেও। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অগ্নিমিত্রা এবং ওই দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না। ৩ ডিসেম্বর ডায়মন্ড হারবারে একটি সভার আয়োজন করেন শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, সভার আগের দিন রাতে সভাস্থলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচূর চালায়। পাল্টা অশান্তি পাকানোর অভিযোগ এনে অগ্নিমিত্রা পাল-সহ তিন বিজেপি নেতার বিরুদ্ধে কুলপি ও উস্তি থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে তৃণমূলের অভিযোগ নিয়ে সক্রিয় হয়েছে পুলিশ। এরপর আদালতের দ্বারস্থ হয় বিজেপি।