দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর মাত্র সাত দিনের অপেক্ষা। এরপরই সেজে উঠবে গোটা নন্দন চত্বর। আগামী ১৫ ডিসেম্বর থেকে আবারও শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব,যা শেষ হবে ২২ ডিসেম্বর। মাসখানেক ধরেই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে উন্মাদনা তুঙ্গে। কোন কোন ছবি দেখানো হবে তা জানতে উদগ্রীব অনেকেই।বিগত কয়েক মাস ধরেই এই চলচ্চিত্র উৎসব উপলক্ষে উন্মাদনা চরমে রয়েছে। কোন কোন ছবি দেখানো হবে তা জানতে আগ্রহী অনেকেই। তাছাড়া এ বছর এই চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কোন কোন তারকাকে মঞ্চে দেখা যাবে, সেটা জানার জন্যও মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এই বিষয়ে আগেই জানা গিয়েছিল যে, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং শাহরুখ খান এবারে অতিথি হিসেবে আসছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও প্রকাশ্যে এসেছিল। তবে, এবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি তালিকায় কিছু নতুন নামও যোগ হয়েছে বলেই জানা গিয়েছে। এই তালিকায় নবতম সংযোজন হওয়া সেই নামগুলি কী কী জানা যাক।শাহরুখরের সঙ্গে যোগ দিতে পারেন রানি মুখোপাধ্যায় এবং অরিজিৎ সিংও। এছাড়াও থাকবেন মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু। যদিও অমিতাভ, শাহরুখ একাধিকবার কলকাতা উৎসবে এসেছেন। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের ৮০ বছর জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষ ট্রিবিউট দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে চলতি বছরে রানি মুখোপাধ্যায়ও বলিউডে ২৫ বছর সম্পূর্ণ করেছেন। সেই কারণে তাঁকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। জানা গিয়েছে, এ বছর অমিতাভ বচ্চন ৮০ বছর সম্পূর্ণ করলেন। সেই কারণে তাঁকে বিশেষ ট্রিবিউট দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগবিকে নিয়ে একটি বিশেষ সেগমেন্টের আয়োজন করা হয়েছে বলে খবর। তাছাড়া এ বছর অমিতাভ এবং জয়া বচ্চন অভিনীত অভিমান ছবির প্রদর্শনীর মাধ্যমেই ফেস্টিভ্যালের সূচনা হতে চলেছে বলেই জানা যাচ্ছে।এদিকে চলতি বছরে রানি মুখোপাধ্যায় বলিউডে ২৫ বছর সম্পূর্ণ করেছেন। সেই কারণে তাঁকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। সেই জন্য রানিকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। এ বছর সত্যজিৎ স্মারক বক্তৃতা দিতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান পরিচালক সুধীর মিশ্র। বোঝাই যাচ্ছে, চলতি বছরে চাঁদের হাট বসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে।