প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ হাজরায় সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। ঠিক তার আগে হঠাৎ নিজাম প্যালেসে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে ঢুকে পড়লেন নন্দীগ্রামের বিধায়ক। তবে কেন তিনি হঠাৎ নিজাম প্যালেসে গেলেন? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য | কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল ‘ডিসেম্বর তত্ত্ব’। বারবার বলেছিলেন, “বড় ডাকাত ধরা পড়বে।” পরবর্তীতে ১২, ১৪ ও ২১ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলেন তিনি। আজ অর্থাৎ ১২ ডিসেম্বর তার মধ্যে প্রথম তারিখ। আর এইদিনেই হটুগঞ্জের অশান্তির প্রতিবাদে হাজরায় সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার সেই সভায় বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। তবে সেই সভার আগেই আচমকা সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা। ঢুকে পড়েন ভিতরে। তবে কী কারণে নিজাম প্যালেসে শুভেন্দু, তা সম্পূর্ণ ধোঁয়াশা। বিষয়টি রাজনৈতিকভাবে যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য। শুভেন্দু অধিকারীর সুরেই সুকান্ত মজুমদারও হুঁশিয়ারী দেন, ডিসেম্বরের ঠান্ডায় এই সরকার ঠকঠক করে কাঁপবে। এবার সেই সময় কি আসতে চলেছে? উঠছে প্রশ্ন। অন্যদিকে শুভেন্দু বলেছিলেন, ‘ডিসেম্বরে বড় ডাকাত ধরা পড়বে’। এদিন সেটার প্রস্তুতি করতেই নিজাম প্যালেসে গিয়েছেন বলে অনেকে মনে করছেন। এদিন সোজা তিনি ঢুকে যান সিবিআইয়ের দফতরে। সেখানে কি হচ্ছে তা এখনও কেউ বুঝতে পারছেন না। একটা কিছু ঘটাতেই তিনি গিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার পর বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ১২ ডিসেম্বর তো পার হয়ে গেল। শুধু হাওয়ায় ভাসালে চলবে? ব্যাখ্যা দিন।’