Breaking News

ট্যাংরায় প্লাস্টিক ও রবার কারখানায় ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকে এলাকা, ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ট্যাংরার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে । এমনকী সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে|আজ, সোমবার তিলখানার কাছে একটি প্লাস্টিকের কারখানা এবং গুদাম ঘরে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দ্রুত সেই আগুন ছড়াতে থাকে আশেপাশে |ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । সকাল সাড়ে ১১টা নাগাদ ট্যাংরার ডি সি দে রোডে পাশাপাশি দুটি কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। চারপাশে ঘন জনবসতি থাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে ধোঁয়ার সঙ্গে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেওয়া হয়। তবে কী করে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা থাকায় খবর যায় দমকলে। এদিন ট্যাংরায় ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “যতগুলি সম্ভব কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এখনও কাজ চলছে। ” আপাতত আগুন নেভানোর লক্ষ্যে দমকল কর্মীরা। আগুন নেভানোর পরই কীভাবে আগুন লাগল, তা জানা যাবে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানা কর্মীদের একাংশের দাবি, প্লাস্টিকের কারখানায় অগ্নিনির্বাপণের কোনও বন্দোবস্ত ছিল না। তাই আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *