দেবরীনা মণ্ডল সাহা :- ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে কিনা তা জানা যাবে এ বার বৃহস্পতিবার | বুধবার গিল্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে বইমেলার সাংবাদিক সম্মেলনের কথা জানানো হয়েছে | সূত্রের খবর, বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা হতে পারে| আশার আলো দেখছেন বইপ্রেমীরা| বৃহস্পতিবার দুপুর ৩টেয় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌসিফ হক | থাকবেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে | এ বারের থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হবে | এ বছর মুক্তিযুদ্ধের ৫০ বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বলে জানানো হয়েছিল বইমেলা কমিটির পক্ষ থেকে | কিন্তু করোনা পরিস্থিতি সব বদলে দিয়েছে | নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হল না বইমেলা |